বিসিসির সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল আর নেই

বরিশাল সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল আর নেই। তিনি গতকাল রাতে ঢাকায় স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি অন ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।
জেলাল ছিলেন একজন জনদরদী জনবান্দব কাউন্সিলর ছিলেন। সবার ভরসার একটা আশ্রয়স্থল ছিলেন জেলাল। তার মত্যু থামিয়ে দিলো একটি অধ্যায়কে।